মোহাম্মদ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরের সালথায় জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বীর এক ব্যক্তির জমি দখল করে গাছ ও পিলারগারার অভিযোগ উঠেছে শহিদুল শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শহিদুল শেখ উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজগর শেখের ছেলে।
এ বিষয়ে সালতা থানায় একটি অভিযোগ ডায়ের করেছেন ভুক্তভোগী সনজিৎ কুমার দাস, মৃত মুকুন্দ লাল দাসের ছেলে।
ভুক্তভোগের ক্ষেত্রে যারা যায় ও গত ৪০ বছর আগে জমিটা ক্রয় করে ভোগ দখল করে আছেন তিনি। তোমার তো কয়েক মাস ধরে অভিযুক্ত সাইদুল শেখ জমি নিজের দাবি করে বারবার দখল করার চেষ্টা করেন। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে শাহিদুল তার লোকজন নিয়ে গিয়ে জমিতে কলা গাছ ও পিলার ঘাটে থাকেন সনজিৎ কুমার দাস খাবার পেয়ে গুডনাইট ছাড়া গিয়ে শাহিদুল ও তার লোকজনদেরকে বাধা দিলে শাহিদুল ও তার লোকজন তাকে গালিগালাজ ও আক্রমণ করেন। পরে তিনি ঘটনা স্থল থেকে পালিয়ে গিয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগকারী সনজিৎ কুমার দাস বলেন, জনি বি এস খতিয়ানে আমার নামে রেকর্ড রয়েছে। যাহার ফুলবাড়িয়া মৌজার খতিয়ান নাম্বার ২০১৬ ও দাগ নাম্বার ৪৪৬ও৪৪৭। ওদের রাস্তার ওপারে দাগ নাম্বার ৫১১, ৫১২, ৫১৩, হাওয়া সত্বেও তবুও জোর করে রাস্তাতে পারে সে দখল করে গাছ লাগাচ্ছেন। এখন ওদের জমির। এ বিষয়ে অভিযুক্ত শাহিদুল শেখ বলেন, এই জমি আমার বাবা আমাকে লিখে দিয়েছেন। আমার যমের উপর দিয়ে সরকারি রাস্তা গিয়েছে। রাস্তা ছেড়ে দিয়ে আমি আজ আমার জমির সীমানায় পিলার ও গাছ লাগাইতেছি। এই জমি নিয়ে আমি অফিসে অভিযোগ করেছিলাম। অফিস থেকে তাকে ডাকলে তিনি বিভিন্ন সময়ের বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখানে যাননি। তিনি আমার জমি সমূহ ও সরকারি জায়গা দখল করে আছেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আতাউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি দুই পক্ষকে থানায় ডেকে সঠিক সমাধানের চেষ্টা করা হবে।