রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

চাকী বাড়ীর মদের ব্যবসা বন্ধ ও রনি হত্যার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

 

          রিপোর্টের :  আব্দুল্লাহ আল মোমিন 


পাবনা শহরের পাথরতলা এলাকায় অবস্থিত বিতর্কিত “চাকী বাড়ী” মদের ব্যবসা বন্ধের দাবিতে আজ এক প্রতিবাদী স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার সচেতন নাগরিকবৃন্দ ও অভিভাবক সমাজ জেলা প্রশাসক ও

পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের আবাসিক এলাকায় অবস্থিত চাকী বাড়ীর মদের ব্যবসার কারণে এলাকার সামাজিক ও শিক্ষাবান্ধব পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পাথরতলা এলাকাটির আশেপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রয়েছে—বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহিলা মাদরাসা,

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ প্রায় সাত আটটি স্কুল রয়েছে।

অভিভাবকরা জানান, উক্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীরা মদের দোকানের পাশ দিয়ে প্রতিদিন চলাফেরা করে এবং প্রায় সময়ই মাতালদের উত্যক্তের শিকার হয়। ফলে শিক্ষার্থীদের নিরাপদে চলাফেরা ও পাঠগ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, চাকী বাড়ী মদের দোকানের আশেপাশে মাদক সেবনকারী ও বিক্রেতাদের দৌরাত্ম্যে ইতিমধ্যে একাধিক খুন ও হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে লিটু, তৌহিদ, তায়মুন নামের ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রিপন, শিপন, টিপু সহ অনেকেই ছুরিকাঘাতের শিকার হয়েছেন। সদ্য রনি হত্যার এখনও কোন সুরাহা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, মদের টাকার জোগান দিতে স্থানীয় বেকার যুবকদের অনেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর ফলে বাংলা বাজার, লঞ্চঘাট, কোমরপুর, চর কুশাখালী, সাদিপুর, চর শিবরামপুর, রামচন্দ্রপুর ও ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।


স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন,আহবায়ক কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন জাদু,জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাসুদ রানা বিপ্লব, পাবনা এডওয়ার্ড কলেজের  সাবেক ছাত্র নেতা মোঃআব্দুল আলিম,সাবেক সদস্য পাভেল হোসেন ডন,জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন বিপুল,আলামীন শেখ,রেজাউল ইসলাম রেজা,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা শেখ,পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব  মীর সানজীদ প্রান্ত প্রমুখ। বক্তারা বলেন, প্রলয় চাকী নামে একজন ব্যক্তি এই মদের ব্যবসার মূল হোতা। তিনি জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হওয়া সত্ত্বেও প্রশাসনের নজরদারির বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে যে, তিনি তার মদের টাকার মাধ্যমে মাস্তান, সন্ত্রাসী এবং দলীয় দুর্বৃত্তদের মদদ দিয়ে থাকেন।

স্মারকলিপির মাধ্যমে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে চাকী বাড়ীর মদের ব্যবসা বন্ধ করে প্রলয় চাকীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে পাবনার আবাসিক এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণেরও দাবি জানান।

বাংলাদেশ জোড়ে

বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জরায়ু অপসারণের সময় পেটে ৭ ইঞ্চি একটি কাঁচি রেখে সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা। সাত...