রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

চাঁদপুর জেলা আ'লীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দীন গ্রেফতার

 ছবি -নাছির উদ্দিন আহাম্মেদ। মো.খোকন মিয়া স্টাফ রিপোর্টার মোবাইল -০১৮২৪০২৯৬০৮


স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দীনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২ জুন ) সকাল  রাজধানী ঢাকার শান্তিনগরে অবস্থিত তার মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

কদমতলী থানা পুলিশ জানায়, গত বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যার(মামলা নম্বর ৫৯১২/২৪)

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।


বাংলাদেশ জোড়ে

বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জরায়ু অপসারণের সময় পেটে ৭ ইঞ্চি একটি কাঁচি রেখে সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা। সাত...