রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক ৭ জন বাংলাদেশী নাগরিক পুশ ইন করার অভিযোগ

লালমনিরহাট(পাটগ্রাম) প্রতিনিধি :মো : সাঈদ হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর অধীনস্থ খারিজা জোংড়া বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৮২/২ এস এর বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফ এর মহেশমারী ক্যাম্পের সদস্যরা ২৪ জুন মঙ্গলবার ০৫:৩০ ঘটিকায় ০৭ জন নাগরিক কে পুশ-ইন এর চেষ্টা করে। এই সংবাদ পেয়ে বিজিবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাধায় প্রদান করলে তারা শূন্য লাইনে অবস্থান করছেন। উক্ত ব্যক্তিরা হলেন ১) মোঃ কাওছার আলী (৭০), পিতা মৃত আব্দুর রহমান। ২) মোঃ খুরশিদ (৫০) পিতা মৃত আবদুর রহমান। ৩) মোছাঃ মুন্নি খাতুন (৫৯),স্বামি মোঃ কাওছার আলী। ৪) মোছাঃ তারা খাতুন (৪৫), স্বামী মোঃ খুরশিদ। ৫) মোছাঃ রেজিয়া (১২), পিতা, মোঃ খুরশিদ। ৬) মোছাঃ ছানিয়া খাতুন (১০), পিতা মোঃ খুরশিদ ৭) মোছাঃ আমেনা খাতুন (০৭), পিতা মোঃ খুরশিদ। তাদের সর্ব সাং গ্রাম খালিশপুর, থানা দৌলতপুর, জেলাঃ খুলনা। বর্ণিত ঘটনায়, বিজিবি কর্তৃক বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জোড়ে

বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জরায়ু অপসারণের সময় পেটে ৭ ইঞ্চি একটি কাঁচি রেখে সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা। সাত...